Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা ভূমি অফিস, মিঠাপুকুর

০১।  উপজেলা ভূমি অফিসের অবস্থান : এ উপজেলা ভূমি অফিসটি চিথলী দক্ষিণপাড়া মৌজার ০১ নং খতিয়ানভূক্ত ০৮ নং দাগের ১.৫৭ একর জমির উপর ০৫ টি রুম বিশিষ্ঠ নিজস্ব ভবনে কার্য পরিচালিত হচ্ছে । দ্বিতীয় তলার কক্ষটি রেকর্ড রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

০২।  ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা :  ১৪ টি ।
০৩।  ইউনিয়নের সংখ্যা       :  ১৭ টি ।
০৪।  মৌজার সংখ্যা                    :  ৩১০ টি।
০৫।  এস. এ রেকর্ডে বহির সংখ্যা     :  ২১ টি।
০৬।  আর. এস. রেকর্ড বহির সংখ্যা ( প্রকাশিত) :  ২৮২ টি মৌজার ৭০৮ টি বহি পাওয়া গেছে ।   
০৭।
(ক) ভূমি উন্নয়ন কর ( সাধারণ ) :  ২০২২-২০২৩ অর্থ বছর ।

বকেয়া

হাল

মোট

পর্যন্ত আদায়

পুঞ্জিভূত আদায়

আদায়ের হার

৬৬,১৬,৫৮৭/-

৩৭,৬৯,৯৮৯/-

১,০৩,৮৬,৫৭৬/-

১২,৯৭,৮৩৯/-

২৬,৭৭,২১০/-

২৫.৭৭%

 

(খ) ভূমি উন্নয়ন কর ( সংস্থা ) : ২০২২-২০২৩ অর্থ বছর।
 

বকেয়া

হাল

মোট

পর্যাপ্ত আদায়

পুঞ্জিভূত আদায়

আদায়ের হার

৯৬,৫৩,৯২৯/-

৫,৩৩,৬৯৩/-

১০১৮৭৬২২/-

-

-

-

 

(গ) বনবিভাগের মোট সম্পত্তির পরিমাণ- ১১০৭.৮৫ একর

০৮।  ই- নামজারীর তথ্য

    ই- নামজারীর কার্যক্রম শুরু ০৫-১১-২০১৮ খ্রি: তারিখ, ২০২২-২০২৩ অর্থবছরে মোট ২৫৫৮ টি আবেদন । নিষ্পত্তিকৃত আবেদন সংখ্যা ২২৮১ টি । পেন্ডিং নথির সংখ্যা ২৭৭টি ।
রেন্ট সার্টিঠিকেট :  (২০২২-২০২৩)
মোট রেন্ট সার্টিফিকেট মোকদ্দমার সংখ্যা ১২টি । দাবীর পরিমাণ ১,২৩,৮৩২/- টাকা । আদায় হয় নাই ।

০৯। সায়রাত মহাল:
(ক)  হাট-বাজার
০১। মোট হাট- বাজারের সংখ্যা-৫৮টি।
০২। ১৪২৮ বাংলা সন ইজারাকৃত হাটের সংখ্যা ৩৮টি ।
০৩। ইজারাকুত হাটের টাকার পরিমাণ – ৮৬২৯৪৪০৭/- টাকা।
০৪। খাস আদায়কৃত হাট- বাজারের সংখ্যা-২০টি ।
০৫। মোট পেবীফেরীভূক্ত হাট বাজারের সংখ্যা- ৫৩ টি ।
০৬। পেবীফেরী অনুমোদনের জন্য প্রেরণ-০৬টি ।
(খ)  জলমহল
০১। মোট জলমহালের সংখ্যা-৬৩টি।
০২। ২০ একরের উর্দ্ধে জলমহালের সংখ্যা- ১৬টি ।
০৩। ২০ একরের নিম্নে জলমহালের সংখ্যা – ৪৭টি।
০৪। ১৪২৭-১৪২৯ বাংলা সনে ইজারাকৃত জলমহলের সংখ্যা ০৮ টি ।
০৫। ১৪২৮-১৪৩০ বাংলা সনে ইজারাকৃত জলমহলের সংখ্যা ০৭ ।
০৬। ১৪২৯-১৪৩১ বাংলা সনে ইজারাকৃত জলমাহালের সংখ্যা ০৮টি

১০।  অর্পিত সম্পত্তি:

            (ক) মোট অর্পিত সম্পত্তির পরিমাণ-১১০৪.২০ একর।

            (খ) ‘ক’ তফশীলভূক্ত  অর্পিত সম্পত্তির (লীজকৃত) ২০৪.৩৪ একর।

            (গ) ‘খ’ তফশীলভূক্ত  অর্পিত সম্পত্তির পরিমাণ-৮৯৯.৮৬ একর।    

            (ঘ)  মোট ভি.পি কেস নথির সংখ্যা -৩২২ টি।

            (ঙ) ২০২২-২০২৩ অর্থ  বছরের অর্পিত সম্পত্তির মোট দাবী আদায়ের পরিমাণ:

              

বকেয়া

হাল

মোট

আদায়

১২,০০,৪১৭/-

২,৪৯,৯৩৩/-

১৪,৫০,৩৫০/-

২,৩৫,০১৫/-

    

 

১১।  মোট খাস জমির পরিমাণ: ১১০৫৮.৫০ একর।

১২।  কৃষি  খাস জমির পরিমাণ: ১১০৫৮.৫০ একর।

১৩।  অকৃষি খাস জমি নাই।

১৪।  বন্দোবস্তযোগ্য কৃষি  খাস জমির পরিমাণ: ১০,৯৯২.৬০৪ একর।

১৫।  বন্দোবস্তযোগ্য অকৃষি খাস জমি নাই।    

১৬।  বন্দোবস্ত প্রদানকৃত কৃষি  খাস জমির পরিমাণ: ১০,৯৯২.৬০৪ একর।

১৭।  বন্দোবস্তযোগ্য অবশিষ্ট খাস জমির পরিমাণ: ৬৫.৮৯৬ একর।  

১৮।  উপকারভোগী পরিবারের সংখ্যা: ৭৪৮০ টি।

উপজেলা ভূমি অফিসের অবস্থান: এ উপজেলার ভূমি অফিসটি চিথলী দক্ষিণপাড়া মৌজার ০১ নং খতিয়ানভু্ক্ত ০৮ নং দাগের ১.৫৭ একর জমির উপর ০৫ টি রুম বিশিষ্ট নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্বিতীয় তলার কক্ষটি রেকর্ডরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এস, এ রেকর্ড:

 

জে,এল নং-২৫২।

মৌজাঃ চিথলী দক্ষিণপাড়া।

খতিয়ান নং-১

দাগ নং সাবেক-৭

শ্রেণীঃ-বাস্ত

জমির পরিমাণ-০.২২ একর

দাগ নং সাবেক-৮

শ্রেণীঃ-বাস্ত

জমির পরিমাণ-৪.৬৮ একর

একুনে মোট ৪.৯০ একর জমিসহ অন্যান্য দাগের মোট ২০.৯৮ একর জমি কালেক্টর, রংপুর নামে ১ নং খতিয়ানে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

আর.এস রেকর্ডঃ

(ক)

জে,এল নং-২৫২।

মৌজাঃ চিথলী দক্ষিণপাড়া।

খতিয়ান নং-১।

দাগ নং হাল-৯।

শ্রেণীঃ-অফিস

জমির পরিমাণ-০.৮৬ একর

দাগ নং হাল-১৪

শ্রেণীঃ-মসজিদ

জমির পরিমাণ-০.২৬ একর।

একুনে মোট ১.১২ একর জমিসহ অন্যান্য দাগের মোট ১২.৭১ একর জমি বাংলাদেশ সরকার, পক্ষে জেলা প্রশাসক, রংপুর নামে  আর.এস ১ নং খতিয়ানে রেকর্ডভূক্ত হয়েছে।

(খ)

জে,এল নং-২৫২।

মৌজাঃ চিথলী দক্ষিণপাড়া।

খতিয়ান নং-৭২৪।

দাগ নং হাল-১১।

শ্রেণীঃ-ঘাটা

জমির পরিমাণ-০.২০ একর

দাগ নং হাল-১২

শ্রেণীঃ-ভিটা

জমির পরিমাণ-০.৬৫ একর।

দাগ নং হাল-১৫।

শ্রেণীঃ-হাসপাতাল

জমির পরিমাণ-২.৭১ একর

দাগ নং হাল-১০

শ্রেণীঃ অফিস

জমির পরিমাণ-০.২২ একর।

 

একুনে মোট ৩.৭৮ একর জমিসহ অন্যান্য দাগের মোট ৯.৭০ একর জমি জেলা পরিষদ, রংপুর নামে  আর.এস ৭২৪ নং খতিয়ানে রেকর্ডভূক্ত হয়েছে।

মন্তব্যঃ ০৩/০২/২০১০ খ্রি. তারিখের উঃভূঃঅঃ/মিঠাঃ/৫-১২/১০-১০৬ নং স্মারক পত্রে জে,এল নং ২৫২ চিথলী দক্ষিণপাড়া মৌজার ডি,পি খতিয়ান নং ৭২৪ সাবেক দাগ নং ৮ হাল দাগ নং ১২, জমি ০.৬৫ একর ও হাল দাগ নং ১০, জমি ০.২২ একর একুনে মোট ০.৮৭ একর জমির বিশেষ আপত্তি কেস দায়ের করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে।।